পর্ব ৫৭ | সীরাহ | মু'তার যুদ্ধ | Rain Drops Media
0 view•
Categories
বাংলা সীরাহ সিরিজ || পর্ব ৫৭ || মু'তার যুদ্ধ
সীরাহ সিরিজের গত পর্বে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে পাঠানো রাসূলুল্লাহর (সা) কয়েকটি চিঠি নিয়ে আলোচনা করেছিলাম। এই চিঠিগুলো আরবের বাহিরে বহির্বিশ্বে ইসলামের সম্প্রসারণের ইঙ্গিত দেয়। চিঠিগুলো পাঠানো হয়েছিল হুদাইবিয়ার সন্ধির পরে। আর খাইবার যুদ্ধের পরেই মু’তার যুদ্ধের মাধ্যমে ইসলামের বৈশ্বিক মিশন বাস্তবায়ন শুরু হয়। রাসূলুল্লাহর (সা) জীবনের এই পর্যায় পর্যন্ত যতগুলো জিহাদ হয়েছে সেগুলোর পরিধি মূলত আরবের অভ্যন্তরে রাজনৈতিক শক্তিগুলো দমন করা পর্যন্তই বিস্তৃত ছিল। তাই মু’তার যুদ্ধকে বলা যেতে পারে একটি নতুন পর্যায়ের সূচনাবিন্দু, কেননা এর মাধ্যমে মুসলিমরা বিশ্বের তৎকালীন পরাশক্তি বা ‘সুপার-পাওয়ার’ রোমানদের সাথে সংঘাতে প্রবেশ করে। মু’তার যুদ্ধের মাধ্যমে রোমানদের সাথে মুসলিমদের যে সংঘাতের সূচনা হয়েছে, তা চলতে থাকবে ক্বিয়ামত পর্যন্ত। এটি একাধিক হাদীস থেকে জানা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, রোমান বা রুম বলতে হাদীসে মূলত পশ্চিমাদের বোঝানো হয়েছে। আর শাম বলতে বোঝানো হয় বর্তমান সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং জর্ডান এই দেশগুলোকে – যা আমরা আগে আলোচনা করেছি।
Recommended Videos

Giving Dawah in the West
0 view •