পর্ব ৩৯ | সীরাহ | বদর ও উহুদ যুদ্ধের মধ্যবর্তী ঘটনাপ্রবাহ | Rain Drops Media

0 view


Categories


বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল হিজরী ২য় বর্ষে, আর উহুদের যুদ্ধ হয়েছিল ৩য় বর্ষে। এই এক বছরের ঘটনাবলী নিয়ে আমাদের আজকের আজকের পর্ব আমরা তিনটি ভাগে ভাগ করবো। প্রথম ভাগে আলোচনা করবো বনু কায়নুকার অবরোধ নিয়ে। বনু কায়নুকা হচ্ছে মদীনার একটি ইহুদী গোত্র। যারা বদরের পর থেকেই বেশ শত্রুভাবাপন্ন হয় ওঠে। এক পর্যায়ে তারা বিদ্রোহ করে বসে এবং মদীনা থেকে তাদের বের করে দেওয়া হয়। এটিই ছিল এ সময়ের মধ্যে সংঘটিত একমাত্র বড় একটি অভিযান।

দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করবো কয়েকটি সারিয়া বা সামরিক অভিযান নিয়ে। এগুলো ছোটোখাটো অভিযান, যাদের বিরুদ্ধে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছিল তারা খুব শক্তিশালী কোনো রাজনৈতিক শক্তি ছিল না, তবে আরবের বুকে ইসলামের একটি রাজনৈতিক শক্তি হিসেবে উত্থানে এই ছোটো ছোটো সারিয়াগুলো সামগ্রিক বিচারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

তৃতীয়ভাগে আমরা আলোচনা করবো কাব ইবন আল আশরাফের হত্যাকাণ্ড নিয়ে। এই অপারেশনটি অন্যান্য সারিয়ার মতো ছিল না। কারণ এখানে খুব প্রভাবশালী একজনকে কৌশলে হত্যা করা হয়েছিল যে কিনা একাধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের অবমাননাকারী, একজন মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতির মাঠে প্রভাবশালী এবং যুদ্ধের উসকানি দাতা। আর সবশেষে আমরা আলোচনা করবো দুটো বিয়ে নিয়ে, রাসূলুল্লাহর (সা) সাথে উমারের মেয়ে হাফসার বিয়ে এবং আলীর সাথে ফাতিমার বিয়ে, রাদিয়াল্লাহু আনহুম।