পর্ব ৩২ | সীরাহ | জিহাদের সূচনা: গাযওয়া এবং সারিয়া | Rain Drops Media
0 view•
Categories
বাংলা সিরাহঃ পর্ব ৩২ - জিহাদের সূচনা গাযওয়া এবং সারিয়া
আজকের পর্বে আমরা আলোচনা করবো মদীনার ইসলামী রাষ্ট্র প্রতিরক্ষা ও ইসলামের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য রাসূলুল্লাহ সা কী কী সামরিক পদক্ষেপ নিয়েছিলেন। সত্যি বলতে পুরো মাদানী যুগ ধরে একটা বড় অংশ জুড়ে সীরাতে আলোচিত হয় এসব সামরিক অভিযান বা জিহাদের কাহিনী। একেকটি সামরিক অভিযানের প্রকৃতি ছিল একেক রকম। কোনোটা ছিল আক্রমণাত্মক, কোনোটা ছিল রক্ষণাত্মক। কিছু অভিযানের উদ্দেশ্য ছিল স্রেফ শত্রুদেরকে ভীত সন্তস্ত্র করা, কোনো অভিযানের উদ্দেশ্য ছিল কোনো গোত্রকে বশ মানতে বাধ্য করা, কোনো অভিযানের উদ্দেশ্য ছিল শত্রুকে নিষ্ক্রিয় করে রাখা। আবার বদর, উহুদ – এগুলো ছিল সরাসরি ময়দানে শত্রুর সাথে মোকাবেলা।
সীরাতে সংঘটিত এই সামরিক কার্যক্রমগুলোকে মোটা দাগে দু’ভাগে ভাগ করা হয় – গাযওয়া এবং সারিয়া। বদর বা উহুদের যুদ্ধকে বলা হয় গাযওয়ায়ে বদর বা গাযওয়ায়ে উহুদ; অন্যদিকে আবু উবাইদাহর নেতৃত্বে সামরিক অভিযানকে বলা হয় সারিয়ায়ে আবু উবাইদাহ। পার্থক্য হলো, যেসব অভিযানে রাসূলুল্লাহ (সা.) অংশগ্রহণ করেননি সেগুলোকে সারিয়া বলা হয় আর রাসূলুল্লাহ (সা.) নিজে যেসব অভিযানে নেতৃত্ব দিয়েছেন সেগুলোকে বলা হয় গাযওয়া। গাযওয়া বলতে সাধারণভাবে বোঝানো হয় সেসব যুদ্ধ যেগুলোতে প্রতিপক্ষকে পরাজিত করার উদ্দেশ্যে সেনাদল পাঠানো হয় আর সারিয়া বলতে বোঝানো হয় সেনা অভিযান (military raid)। তবে একটি ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে মূতার যুদ্ধ। মূ’তার যুদ্ধে যদিও নবীজি (সা) অংশ নেননি, তবু এটাকে সারিয়া না বলে গাযওয়া বলা হয়। কারণ এই অভিযানে অনেক বড় সেনাবাহিনী পাঠানো হয়েছিল এবং রোমানদের সাথে মুসলিমরা সরাসরি এই যুদ্ধে অংশ নেয়। তাই এই যুদ্ধকে গাযওয়ার মর্যাদা দেওয়া হয়। পুরো সীরাত জুড়ে অন্তত ৩৮টি সারিয়ার ঘটনা আছে আর গাযওয়া আছে ২৭টি। তবে কোনো কোনো হিসেব অনুসারে এই সংখ্যা আরো বেশি।
----------------- ডাউনলোড লিঙ্ক
32. Bangla Seerah Military Expeditions Prior To The Battle Of Badr By Rain Drops Media. 32. Bangla Seerah Military Expeditions Prior To The Battle Of Badr By Rain Drops Media. 32. Bangla Seerah Military Expeditions Prior To The Battle Of Badr By Rain Drops Media.
কি-ওয়ার্ডসঃ 32. Bangla Seerah Military Expeditions Prior To The Battle Of Badr By Rain Drops Media,rain drops media,বাংলা সিরাহ,নবীদের জীবনী