পর্ব ২৭ | সীরাহ | মসজিদে নববী নির্মাণ | Rain Drops Media
0 view•
Categories
বাংলা সীরাহঃ পর্ব ২৭ - মসজিদে নববী নির্মাণ
মদীনায় পা ফেলার পর প্রথম দিন থেকে নবীজি এই রাষ্ট্রকে একটি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার জন্য কাজ শুরু করেন। মদীনার শান্তি ও স্থিতিশীলতা অর্জন ও বজায় রাখার জন্য তিনি কাজ শুরু করেন। স্বাভাবিকভাবেই নবগঠিত একটি রাষ্ট্রে অনেকগুলো জটিলতা থাকে। নবীজি (সা) সেগুলোকে চিহ্নিত করেন এবং সে অনুযায়ী বেশ কিছু প্রজেক্ট হাতে নেন।
এই রাষ্ট্রের অভ্যন্তরীণ কিছু দুর্বলতা যেমন ছিল, তেমনি ছিল বহিঃশত্রুর আক্রমণের হুমকি। যেমন মুহাজিররা মদীনায় আসার কারণে মদীনায় কিছুটা অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হয়। সামাজিক প্রেক্ষাপটে বিবেচনা করলে একটি বড় চ্যালেঞ্জ ছিল মুসলিম, ইহুদি ও মুশরিকদের মধ্যকার সম্পর্কের এমন আইনগত ভিত্তি স্থাপন করা যা রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখবে এবং রাজনৈতিক অস্থিরতাকে সামাল দিতে সক্ষম হবে। সামরিক শক্তিমত্তা বিবেচনায় মদীনা তখনো যথেষ্ট সমীহ লাভ করার মতো অবস্থায় পৌঁছায় নি। সমস্ত দিক বিবেচনায় মদীনায় পৌঁছে রাসূল (সা.) চারটি প্রজেক্ট হাতে নেন এগুলো হলো:
১) মসজিদ নির্মাণ -- এটি ছিল মদীনা রাষ্ট্রের ঈমানী বা মূল আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। ২) মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা -- এটি ছিল রাষ্ট্রের সামাজিক দিক। ৩) মদীনার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্ক কেমন হবে সে ব্যাপারে একটি সুস্পষ্ট দলিল বা সনদ প্রণয়ন -- এটি ছিল রাষ্ট্রের আইনী বা রাজনৈতিক কাঠামোর ভিত্তি। ৪) মুসলিম সেনাবাহিনী গড়ে তোলা -- এটি ছিল রাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ।
সীরাহ সিরিজের ২৭ তম পর্বে প্রথম প্রজেক্ট নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ।
ডাউনলোড করুন।
---------------------------------------------------------------------- 27. Bangla Seerah The Construction Of Masjid An Nawawi By Rain Drops Media. 27. Bangla Seerah The Construction Of Masjid An Nawawi By Rain Drops Media. 27. Bangla Seerah The Construction Of Masjid An Nawawi By Rain Drops Media. -----------------------------------------------------------------------
কি-ওয়ার্ডসঃ 27. Bangla Seerah The Construction Of Masjid An Nawawi By Rain Drops Media,বাংলা সীরাহ,নবীজির জীবনী,রাসুলের জীবনী,the guidance,baseera media,shaikh tamim al adnani,ummah network,voice of islam।