পর্ব ১১ | সীরাহ | প্রকাশ্যে দাওয়াত এবং এর প্রতিক্রিয়া-১ | Rain Drops Media

0 view


Categories


বাংলা সীরাহঃ পর্ব - ১১ "প্রতিক্রিয়া"

তারা ভেবেছিল তাঁকে অপমান করলে তিনি চুপসে যাবেন। না! তিনি মুষড়ে পড়ার মানুষ নন। তারা চাইছিল হুমকি দিয়ে তাঁকে দাবিয়ে রাখবে। না! নিজের নিরাপত্তার ভয়ে চুপ করে থাকার মতো মানসিকতা তাঁর নয়। তারা ষড়যন্ত্র করছিল মিডিয়া ক্যাম্পেইন করে তাঁর নামে মিথ্যার বেসাতি ছড়ালে মানুষ তাঁকে অগ্রাহ্য করবে। না! বরং তিনিই তাদের অগ্রাহ্য করে সত্য আদর্শের প্রতি মানুষকে আহবান করে গেছেন। তারা মনে করেছিল টাকা কিংবা সুন্দরী নারীর ‘অফার’ দিয়ে তাঁকে কিনে ফেলবে। না! তাঁর এক হাতে সূর্য আর আরেক হাতে চাঁদ ধরিয়ে দিলেও তাঁকে কেনা যায় না!

তিনি হলেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

সীরাহ অডিও লেকচার সিরিজের পর্ব ১১ প্রকাশিত হলো, আলহামদুলিল্লাহ। এই পর্বে আলোচিত হবে দাওয়ার প্রকাশ্য পর্যায় এবং প্রতিক্রিয়া।

-------------------------------------------------- 11. Bangla Seerah Stage Of Open Preaching And Subsequent Reaction By Rain Drops Media. 11. Bangla Seerah Stage Of Open Preaching And Subsequent Reaction By Rain Drops Media. 11. Bangla Seerah Stage Of Open Preaching And Subsequent Reaction By Rain Drops Media. --------------------------------------------------

কি-ওয়ার্ডসঃ 11. Bangla Seerah Stage Of Open Preaching And Subsequent Reaction By Rain Drops Media,rain drops media,the guidance,baseera media,ummah network,shaikh tamim al adnani,mijanur rahman al ajhari,বাংলা সীরাহ,নবীজির জীবনি।