প্রিয়নবী সা এর ৪০টি হারিয়ে যাওয়া প্রিয় সুন্নাহ
0 view•
Speakers in this video
Categories
প্রিয়নবী সা. এর হারিয়ে যাওয়া সুন্নাহগুলো জানুন এবং কে কোন্ সুন্নাহটি জিন্দা করার নিয়ত করেছেন কমেন্টে জানান। ৪০ টি সুন্নাহ হলো- ১। রাস্তা থেকে কষ্টদায়রক বস্তু সরানো ২। শুকরিয়ার সিজদা করা ৩। গুনাহ হলে সালাত পড়ে তাওবা করা ৪। গুনাহ হলে দান-সদকা করা ৫। মজলিসে বা অবসরের সময়ে মাঝেমধ্যেই ইস্তেগফার বলা ৬। ওসিয়ত লিখে রাখা ৭। ইশার পর দ্রুত ঘুমিয়ে যাওয়া ৮। ইশার সালাত এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্বিত করা ৯। চারটি সম্মানিত মাসের সম্মান করা ১০। মুহাররম মাসের রোজা রাখা ১১। বৃষ্টি হলে গায়ে পানি লাগানো ১২। তাহিয়্যাতুল মসজিদ ও তাহিয়্যাতুল অজু আদায় করা ১৩। বিক্রিত মাল ফেরত নেওয়া ১৪। অপরিচিত মানুষকে সালাম দেওয়া ১৫। মিসওয়াক করা ১৬। আজানের জবাব দেওয়া ১৭। তাহাজ্জুদ পড়া ১৮। সালাতুদ দোহা আদায় করা ১৯। যে কোনো কাজ পরামর্শ করে করা ২০। সফরের আগে দুরাকাত সালাত আদায় করা ২১। শিশুদেরকে সালাম দেওয়া ২২। ইফতার আগে করা, সাহরিতে বিলম্ব করা ২৩। কুরআন ও দোয়ার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা ২৪। ফজরের না ঘুমানো ২৫। পড়ে যাওয়া খাবার উঠিয়ে খাওয়া ২৬। সফর থেকে ফিরে দুরাকার নামাজ পড়া ২৭। মাঝেমধ্যে খালিপায়ে হাঁটা ২৮। মুচকি হেসে কথা বলা ২৯। উপরে উঠার সময় আল্লাহু আকবার এবং নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা। ৩০। কাউকে আল্লাহর জন্য ভালোবাসলে সেটি তাকে জানিয়ে দেওয়া। ৩১। ঘুমানোর সময় অজু করে ঘুমানো ৩২। কেবলার দিকে থুতু না ফেলা ৩৩। খাবারের সময় আঙুল চেটে খাওয়া ৩৪। সাহরিতে খেজুর খাওয়া ৩৫। পানি পানের সময় পাত্রের ভেতর নিঃশ্বাস না ফেলা ৩৬। আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বলা ৩৭। সূর্য ডুবার শিশুদেরকে ঘরের বাইরে না রাখা ৩৮। শুক্রবার রাতে ও দিনে অধিক দরুদ পাঠ করা ৩৯। খাবারের সময় পেট খালি রেখে খাওয়া। ৪০। সন্তান জন্মের পর ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া ৪১। দুধ খাওয়ার দোয়া বলা ৪২। চান্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখা
প্রতি শুক্রবার রাত ৮ টায় শায়খ আহমাদুল্লাহ এই চ্যানেল এবং শায়খের অফিশিয়াল পেজে লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’ সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানে তিনি সর্ব শ্রেণি-পেশার মানুষের দীনি জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকেন। এছাড়াও এই চ্যানেলে শায়খ আহমাদুল্লাহর জ্ঞানগর্ভ আলোচনা ও প্রশ্নোত্তর পাবলিশ করা হয়।
এই চ্যানেলটির আগের নাম ছিল As-sunnah foundation. এখানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রমের আপডেটের পাশাপাশি শায়খ আহমাদুল্লাহর দীনি আলোচনা প্রকাশিত হতো। ফাউন্ডেশনের কার্যক্রমের পরিধি বর্ধিত হওয়ায় ফাউন্ডেশনের জন্য আরেকটি চ্যানেল খুলে এটিকে শায়খের নামে পরিবর্তিত করা হয়েছে। এখন থেকে এখানে শুধু শায়খের আলোচনা প্রকাশিত হবে।
বিশেষ দ্রষ্টব্য: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শায়খ আহমাদুল্লাহর কোনো বক্তব্যকে কাটছাঁট করে প্রচার করে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা করলে তার দায়দায়িত্ব তাকেই বহন করতে হবে। অন্য কোনো চ্যানেলের কোনো কন্টেন্টের দায়িত্ব শায়খের ওপর বর্তাবে না। শায়খের নির্ভরযোগ্য আলোচনা শোনার জন্য অফিশিয়াল পেজ ও চ্যানেলের সাথে থাকুন।
আমাদের চ্যানেলে প্রকাশিত সকল ভিডিও কপিরাইটমুক্ত। যে কেউ চাইলে দীন প্রচারের স্বার্থে কোনোরূপ পরিবর্তন-পরিবর্ধন ও সংযোজন ও বিয়োজন ছাড়া ব্যবহার করতে পারেন। ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- FOLLOW US ON : Facebook :www.facebook.com/sheikhahmadullahofficial Website : assunnahfoundation.org/ Mail : [email protected] Hotline : +88-09610-001089