হৃদয় শীতল করা নাতে রাসূল | Amar Joto Shopno Asha | Islamic song | Iqra Shilpigosthi | Tune hut
0 view•
Categories
Song : Amar Joto Shwapno Asha Singer : Wahidul Islam Lyric : Ismail Toki Shah Tune : Mohammad Saiem Al Hasan Audio & Video : Tune Hut Studio Production: Tune hut
প্রিয় ভিউয়ার্স, ইকরা শিল্পী গোষ্ঠীর পথচলায় আপনাদের মূল্যবান মতামত আশা করছি। ভালো লাগলে প্রচারে শরিক হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি৷ ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই আমরা। আর মানসম্পন্ন অডিও-ভিডিও কন্টেন্ট তৈরিতে ডোনেট ও স্পন্সর একটা অপরিহার্য বিষয়। আশা করছি স্পন্সর ও ডোনেশনের মাধ্যমে আমাদের কাজ এগিয়ে নিতে আপনারা ইকরা শিল্পী গোষ্ঠীর সহযোগী হবেন ইনশাআল্লাহ।
যোগাযোগ: 01727566112
(সতর্কতাঃ ভিডিওটির সর্বঃস্বত্ব সংরক্ষিত। সুতরাং, ইউটিউবে ভিডিওটি আপলোড করা থেকে বিরত থাকুন)
Lyrics--
আমার যত স্বপ্ন-আশা ঐ মদিনা ঘিরে, ব্যাকুল আমার এ মন সদা যেতে নবীর নীড়ে।
পাখির মত থাকত যদি আমার দুটি ডানা উড়াল দিতাম ঐ মদিনায় করতো কে আর মানা? পৌঁছে যেতাম এক পলকে ঐ মদিনার তীরে।।
মাখতাম নবীর পথের ধূলি হয়ে পাগলপারা নবী-প্রেমের মালা গেঁথে জীবন করতাম সারা জপতাম হাজার দরুদ-সালাম নবীর রওজায় ফিরে।।
তোমায় পাবার আশায় আমার কাটে সকল প্রহর আঁখির জলে ভাসি আমি বহাই অশ্রু-নহর দাও না দিদার বারেক আমায় গোপন পর্দা চিরে।।
Recommended Videos
দারসে সুন্নাহ (ভাগ-৩৩)
0 view •