Islam: A Role Model for Communal Harmony | Mizanur Rahman Azhari
0 view•
Speakers in this video
Categories
ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল | মিজানুর রহমান আজহারি সমাজে বিদ্যমান ভেদাভেদ আর বৈষম্যের বেড়াজাল ভেঙ্গে সম্প্রীতি কীভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেটা ইসলামই শিখিয়েছে। মহান আল্লাহ তা'আলা মানুষকে সৃষ্টির সেরা জীব "আশরাফুল মাখলুকাত" হিসাবে অভিহিত করেছেন। তাই কোন অমুসলিমকে ইসলাম সর্বপ্রথম মানুষ হিসাবে দেখার তাগিদ দেয়। কারণ তার প্রথম পরিচয় সে মানুষ। আমরা তো সেই নবীর উম্মত যিনি ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছিলেন। ধর্মীয় বিদ্বেষ আর বিধর্মীদের উপাসনালয়ে হামলা করা ইসলামের শিক্ষা নয়। ওটা ইসলাম ও দেশ বিরোধী শক্তির প্ররোচনা। যারা মুসলিম অধ্যুষিত দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আল্লাহ তা'আলা বলেন : ❝হে ঈমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও না। যাতে করে তারা শিরক থেকে আরো অগ্রসর হয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে না বসে।❞ (সূরা আনআম : ১০৮)
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলাম ভালোভাবে বুঝার এবং মানার তাওফিক দান করুন। আমীন
Official Social Media: Facebook: facebook.com/mizanurrahmanazhariofficial TikTok: tiktok.com/@mizanurrahmanazhari Instagram: instagram.com/mizanur.rahman.azhari.ig Twitter: twitter.com/AzhariTweets LinkedIn: linkedin.com/in/mizanur-rahman-azhari-96b1a4202