যৌবনকালে ইবাদতের গুরুত্ব | মিজানুর রহমান আজহারি
0 view•
Speakers in this video
Categories
জীবন চক্রের এক সোনালী অধ্যায় হলো যৌবনকাল। যে সময়ে থাকে প্রলয় ঠেলে সামনে চলার উদ্যমী শক্তি। অদম্য তেজমাখা যৌবনের এই সময়টা যদি রবের আনুগত্যে কাটানো যায়, তাহলে জীবন চক্রের এই ছোট্ট সময়টাই হতে পারে জান্নাত প্রাপ্তির মহা উপলক্ষ। কারণ যে সময়ে আছে সীমালঙ্ঘনের দুর্বার সক্ষমতা, সে সময়ে রবের তরে নিজেকে সঁপে দেওয়ার হিম্মতকে আল্লাহ বড্ড পছন্দ করেন। আর তাই প্রতিদান স্বরুপ সেদিন তিনি এসকল নওজোয়ানদের শীতল আরশের নিচে ক্লান্তিনাশী ছায়ায় মেহমান হিসেবে থাকবার সুযোগ করে দিবেন।
Please do listen & Share the Khayr. আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলাম ভালোভাবে বুঝার এবং মানার তাওফিক দান করুন। আমীন
Official Social Media:
#মিজানুর_রহমান_আজহারি #ইবাদতের_গুরুত্ব