স্মার্ট প্যারেন্টিং!
0 view•
Speakers in this video
Categories
বর্তমানে সন্তানদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে শুধুমাত্র তার বাস্তবে জগতের কার্যকলাপের উপর নজর রাখা যথেষ্ট নয়। ভার্চুয়াল জগতে তার সকল এক্টিভিটির উপর নজর রাখাও এখন স্মার্ট প্যারেন্টিং এর একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোনে কোন কোন অ্যাপ ইউজ করছে, অনলাইনে কি করছে, কাকে ফলো করছে, কোন ধরনের এক্টিভিটির সাথে জড়িত এসব কিছুর উপর নজর রাখা বড্ড বেশি জরুরি। কারণ অনলাইনের বদৌলতে গোটা পৃথিবীটাই এখন হাতের মুঠোয়। তাই খুব সহজেই আপনার সন্তান প্রভাবিত হতে পারে যেকোন ধরনের অনৈতিক ও অ-ইসলামিক কর্মকাণ্ডে কিংবা মতাদর্শে। তাই ছোট্ট থেকেই সন্তানের অফলাইন ও অনলাইনের সকল কর্মকাণ্ডের উপর সমানভাবে তদারকি করুন।